Web Analytics

উমরাহ যাত্রা আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সৌদি আরব ১০টি নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে নুসুক প্ল্যাটফর্মে আবেদন করে আলাদা উমরাহ ভিসা নিতে হবে এবং ভিসার সময় অনুমোদিত হোটেল ও পরিবহন বুক করতে হবে। আত্মীয়ের বাসায় থাকলে হোস্টের সৌদি আইডি যুক্ত করতে হবে। পর্যটক ভিসায় উমরাহ আর সম্ভব নয়। বিমানবন্দরে হোটেল ও পরিবহন বুকিং যাচাই করা হবে এবং শুধুমাত্র নুসুক অ্যাপের মাধ্যমে ট্যাক্সি, বাস ও ট্রেন ব্যবহার করা যাবে। রাত ৯টার পর হারামাইন ট্রেন বন্ধ থাকবে, তাই দেরিতে পৌঁছালে আগে থেকে গাড়ি বুক করতে হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও শেনজেন ভিসাধারীরা শর্তসাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল পাবেন। ভিসার সঙ্গে দেওয়া সফরসূচি পরিবর্তন করা যাবে না, আর অতিরিক্ত সময় থাকলে জরিমানা দিতে হবে। নিয়ম ভাঙলে হজযাত্রী ও এজেন্ট উভয়কেই বড় জরিমানার মুখোমুখি হতে হবে, যা ৭৫০ রিয়াল থেকে শুরু। নতুন নীতিমালা উমরাহ যাত্রা সহজ ও অপব্যবহার রোধের উদ্দেশ্যে চালু করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।