Web Analytics

রামাল্লার বাসিন্দা ২৭ বছর বয়সী নাদিন আইয়ুব প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ইতিহাস গড়েছেন। ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব জয়ী এই সুন্দরী একই বছর মিস আর্থ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচে জায়গা করে ফিলিস্তিনের প্রথম বড় আন্তর্জাতিক সাফল্য এনে দেন। কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক নাদিন বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন এবং মানসিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে কাজ করছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘গ্রিন অলিভ একাডেমি’, যা শিক্ষা ও ডিজিটাল মাধ্যমে ফিলিস্তিনি নারীদের ক্ষমতায়নে কাজ করছে। মিস ইউনিভার্সের মঞ্চে তিনি ফিলিস্তিনের ঐতিহ্যবাহী ‘শাতওয়া’ মুকুট ও জলপাইগাছের মোটিফযুক্ত গাউন পরে অংশ নেন, যা শান্তি ও ঐতিহ্যের প্রতীক। নাদিন বলেন, তিনি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর শক্তির প্রতিনিধিত্ব করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।