একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর নাট্যোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। এ ঘটনায় নাট্য পরিষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান জানান, থানা থেকে বন্ধের নির্দেশনা এসেছ। এ ঘটনায় তদন্ত করে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে জানান, পুলিশ বন্ধ করে নি। পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত। মূল ঘটনা হলো, নাট্যকর্মীদের একটা অংশ জুলাই গণঅভ্যুত্থানে বিবৃতি দিয়ে হত্যা উস্কে দেওয়াদের এই নাট্যোৎসবের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে অভিযোগ তুলে বিচারের দাবি জানায়। এরই পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের ঘটনাকে উপদেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।