Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তিনি বলেন, ভিডিওটি পরীক্ষা শেষে এ বিষয়ে মন্তব্য করা হবে।

নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, বিশেষ পুলিশ (এসবি) যাচাইয়ের মাধ্যমে ঝুঁকি নির্ধারণ করে প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, কেউ যদি জীবনের ঝুঁকির কথা জানায়, যাচাই শেষে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, সীমিত সম্পদের কারণে পুলিশকে প্রার্থীদের নিরাপত্তা ও ভোটকেন্দ্র পাহারার মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের নির্বাচন নিরাপত্তা এখন পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।