Web Analytics

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০৩৫ সাল থেকে নতুন পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বিক্রির ওপর আরোপিত ঐতিহাসিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। ইউরোপের সংকটে পড়া অটো শিল্পকে সহায়তা করতে প্রস্তাবিত সংস্কার প্যাকেজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত আসতে পারে। ইউরোপীয় কমিশন সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে নতুন গাড়ির কার্বন নিঃসরণ ৯০ শতাংশ কমানোর লক্ষ্য প্রস্তাব করতে পারে, যা ইইউর ‘গ্রিন ডিল’-এর মূল নীতির একটি বড় পরিবর্তন।

গত এক বছর ধরে জার্মানি ও ইতালিসহ বিভিন্ন দেশ এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা শিথিলের জন্য লবিং চালিয়ে আসছে। তাদের দাবি, চীনের প্রতিযোগিতা ও ধীরগতির ইভি গ্রহণের কারণে ২০৩৫ সালের লক্ষ্য বাস্তবসম্মত নয়। ২০২৫ সালের প্রথম নয় মাসে ইউরোপে বিক্রি হওয়া নতুন গাড়ির মাত্র ১৬ শতাংশ ছিল ব্যাটারিচালিত। পরিবেশবাদীরা সতর্ক করেছেন, এই নীতি পরিবর্তনে ইইউর জলবায়ু লক্ষ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ইভি বিনিয়োগে নিরুৎসাহ দেখা দিতে পারে।

ইউরোপীয় কমিশন ছোট ও সাশ্রয়ী ইভি উৎপাদনে উৎসাহ এবং করপোরেট গাড়ি বহর ‘সবুজায়ন’-এর পরিকল্পনাও বিবেচনা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।