রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন আলীকে (২৮) পিটিয়ে পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা। সোমবার রাতে বড়কুঠি আইন কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড়কুঠি শহর রক্ষা বাঁধ সংলগ্ন আইন কলেজ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ছাত্রলীগ নেতা সুমন। ওই সময় আইন কলেজ মাঠে যুবদলের একদল নেতাকর্মী বসে আড্ডা দিচ্ছিল। তাদের একজন ছাত্রলীগ নেতা সুমনকে চিনে ফেলে। পরে মারধর করে পুলিশে দেওয়া হয়।