নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার শেষ দিনেই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে এনসিপি। আবেদন জমা দিতে রোববার নির্বাচন কমিশনে আসেন সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারীসহ দলের অসংখ্য নেতাকর্মী। জানা গেছে, এনসিপি ইতোমধ্যে গঠনতন্ত্র চূড়ান্ত করেছে ও নির্বাচন কমিশনের নূন্যতম সংখ্যক দলীয় কমিটি গঠনের শর্ত পূরণ করেছে। প্রসঙ্গত, এনসিপির প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্রে দলের শীর্ষ নেতা হিসেবে কাউকে তিন মেয়াদের বেশি না রাখা, তিন বছর পরপর কাউন্সিল আয়োজনসহ বেশকিছু বিষয় রাখা হয়েছে।