Web Analytics

ঝিনাইদহে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার সকালে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে স্তম্ভটি ভাঙে। এর আগে ৫ আগস্ট আন্দোলনের সময় স্তম্ভটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার অবশিষ্ট অংশও ধ্বংস করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি চলমান রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র আন্দোলনের উত্তেজনা আরও বাড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।