সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ওয়ার্কফোর্স স্টাডিতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির পরও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের শ্রমবাজারে ২০৩০ সালের মধ্যে ১৫ লক্ষাধিক নতুন কর্মীর প্রয়োজন হবে। গবেষণায় দেখা গেছে, এআই ব্যবসায়িক প্রক্রিয়াকে পরিবর্তন করলেও মানবশ্রমের চাহিদা কমছে না। বরং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৃহৎ উন্নয়ন প্রকল্প এবং সরকারি-বেসরকারি সেবার সম্প্রসারণ শ্রমের চাহিদা বাড়াচ্ছে।
সৌদি আরবে শ্রমবাজারের চাহিদা মূলত ভিশন ২০৩০ অর্থনৈতিক সংস্কার কর্মসূচি দ্বারা পরিচালিত, যেখানে নির্মাণ, অবকাঠামো, পর্যটন, উৎপাদন, লজিস্টিকস ও নতুন অর্থনৈতিক অঞ্চলে বড় বিনিয়োগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এআই উৎপাদনশীলতা না বাড়ালে দেশটিতে প্রায় ৬.৫ লক্ষ অতিরিক্ত কর্মী প্রয়োজন হতে পারে। অন্যদিকে, আরব আমিরাতের শ্রমশক্তি ২০৩০ সালের মধ্যে ১২.১% বৃদ্ধি পাবে, যা গবেষণায় অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম দ্রুত।
গবেষণায় আরও বলা হয়েছে, বিদেশি শ্রমিকদের জন্য সুযোগ অব্যাহত থাকবে, বিশেষত যারা কারিগরি, ডিজিটাল ও সেবা খাতে দক্ষ। এআই পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করলেও তত্ত্বাবধান, গ্রাহক সংযোগ ও সমস্যা সমাধানে মানব শ্রম অপরিহার্য থাকবে।