বগুড়ায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পুলিশ ও এক আনসার সদস্য ধরা পড়েছেন। ডিবি পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ব্যক্তির দায় বাহিনী নেবে না। বগুড়ার একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্য তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদন পাঠানো হয়েছে।