Web Analytics

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নির্যাতনের কারণে গত ১৮ মাসে বাংলাদেশে প্রায় দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা। ২০১৭ সালের পর এটি সর্বোচ্চ রোহিঙ্গা আগমন, যেখানে অধিকাংশ নারী ও শিশু। কক্সবাজারের ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য, চিকিৎসা ও শিক্ষাসহ গুরুত্বপূর্ণ সেবায় তহবিল সংকট দেখা দিয়েছে, যার কারণে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ার আশঙ্কা ও ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউএনএইচসিআর রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য রাখাইনে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।