ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংস দমন-পীড়নের প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইতালি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, তিনি ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা সাবৌরিকে তলব করেছেন এবং বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়েছেন। তাজানি বলেন, নাগরিকদের ওপর দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সংলাপের অর্থ সহিংসতা মেনে নেওয়া নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ডিসেম্বর থেকে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ চলছে, যা শুরু হয় তীব্র অর্থনৈতিক সংকট ও মুদ্রার মান কমে যাওয়ার কারণে। ইরান সরকার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই বিক্ষোভ উসকে দিচ্ছে। দেশটি প্রথমবারের মতো স্বীকার করেছে যে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।
ইতালির এই পদক্ষেপ ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে আরও জোরদার করেছে এবং তেহরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।