Web Analytics

চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণের পর দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন। দুররানীর আইনজীবী ও ঢাকা বারের সভাপতি খোরশেদ মিয়া আলম জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। গত ১২ নভেম্বর ঠিকাদার রাজিবুল ইসলাম দুররানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, জামালপুরের মেলান্দহ উপজেলার বীজ অফিসের ১ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্পে কাজের সুবিধা দিতে দুররানী ২০ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। অভিযোগের ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ঘটনাটি সাংবাদিকতার নৈতিকতা ও প্রভাব ব্যবহারের প্রশ্নে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মামলা গণমাধ্যমের জবাবদিহিতা ও আইনের শাসনের প্রতি আদালতের কঠোর অবস্থানকে প্রতিফলিত করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।