Web Analytics

নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিনজনকে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এই হামলায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় নেতারা জানিয়েছেন, হামলাকারীরা সশস্ত্র ফুলানি মিলিশিয়া বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানিয়েছেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। বেরোম ইয়ুথ মোল্ডার্স অ্যাসোসিয়েশনের প্রধান ডালিওপ সলোমন মাওয়ান্তিরি এই হামলাকে নৃশংস বলে আখ্যা দিয়ে গ্রামীণ এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। এই সহিংসতা প্লাটো রাজ্যে দীর্ঘদিনের জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্বের নতুন মাত্রা যোগ করেছে।

সরকার বারবার শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, কার্যকর আইন প্রয়োগ ও পুনর্মিলন প্রচেষ্টা ছাড়া এই ধরনের হামলা অঞ্চলের স্থিতিশীলতাকে আরও দুর্বল করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।