Web Analytics

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পাঁচটি বিভাগের ১৩ জন শিক্ষক ২০২৫–২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের গবেষণা খাতের অধীনে মোট ৩১ লক্ষ ৭৫ হাজার টাকার গবেষণা অনুদান পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল (আরআইএমসি) আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ের এই অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। তিনি গবেষণায় একাডেমিক সততা বজায় রাখা, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ের গবেষণায় অবদান রাখার আহ্বান জানান। অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে কাপ্তাই লেকের মৎস্য সম্পদ উন্নয়ন, আহরণ ও বিপণন বিষয়ে গবেষণাও অন্তর্ভুক্ত রয়েছে, যা নতুন জ্ঞান ও প্রযুক্তি বিকাশে সহায়ক হবে। অনুষ্ঠানে আরআইএমসি’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন সঞ্চালনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।