Web Analytics

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এর প্রভাবে টানা ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলংকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭৬ জন নিখোঁজ রয়েছেন। ১৫ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৭৮ হাজারের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে; অনুরাধাপুরায় ২৪ ঘণ্টার অভিযানে এক জার্মান পর্যটকসহ ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। বদুল্লা ও ক্যান্ডি জেলার বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ রয়েছে এবং ইন্টারনেট সংযোগও বিঘ্নিত। সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়েছে এবং বিদেশে থাকা শ্রীলংকানদের আর্থিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। এদিকে ঘূর্ণিঝড়টি ভারতের দিকে অগ্রসর হচ্ছে, চেন্নাইয়ে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।