যুবলীগ নেতার সঙ্গে মিলে কোটি টাকার ঠিকাদারি করছেন পটুয়াখালী জেলা যুবদল নেতা সম্পাদক হুমায়ুন কবির সোহাগ। নির্মাণকাজে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগও উঠেছে এই যুবদল নেতার বিরুদ্ধে। প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে নিয়মানুযায়ী মাটির ২০ ফুট নিচ পর্যন্ত ৭৯৯টি পাইল বসানোসহ বেইজ এবং ভবন নির্মাণ করবে ঠিকাদার। নির্ধারিত ৭৯৯টি পাইলের স্থলে ৬শরও কম পাইল করে তার ওপর চলছে বেইজ ঢালাই। এ বেইজ ঢালাইয়ের ক্ষেত্রেও করা হচ্ছে মারাত্মক অনিয়ম। যুবদল নেতাকে ফোন করলে ১৭ বছর পর একটি ঠিকাদারি কাজ পেয়েছেন উল্লেখ করে সাংবাদিককে দেখে নেওয়ারও হুমকি দেন। সেই সঙ্গে চলে গালাগাল! এরপর জানা গেছে এই কাজের ঠিকাদার যুবলীগের নেতা মনিবুর রহমান। পাঁচ আগস্টের দুজন চুক্তিতে গিয়ে কাজ বদল করেছেন।