একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল সোয়া ৫টার দিকে আহারকান্দি আমবাড়ি এলাকার নদীর তলদেশ থেকে স্থানীয় ডুবুরিরা মরদেহটি খুঁজে পান। এ প্রসঙ্গে ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকেই বিজিবি, পুলিশ, প্রশাসন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিল। স্থানীয় ডুবুরিদের সহায়তায় দীর্ঘ ২৪ ঘণ্টার চেষ্টার পর নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। উল্লেখ্য, শনিবার বিকেল ৫টার পর ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ওই নৌকার সংঘর্ষ হয়। এতে বিজিবির নৌকা ডুবে যায় এবং অস্ত্রসহ পানিতে তলিয়ে যান সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সোনারহাট ক্যাম্পে কর্মরত সিপাহি মাসুম বিল্লাহ। বাকিরা প্রাণে বেঁচে ফিরলেও মাসুম মারা যান।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।