যশোরের মনিরামপুরে প্রায় আড়াই মাস আগে দাফন করা মজিদ দফাদারের (৬৫) লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার ছেলে ও স্থানীয় ইউপি সদস্য সোহরাব দফাদারের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হওয়ায় রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য এই লাশ উত্তোলন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে পিতা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পিতা জমি নিজের নামে লিখে দিতে অস্বীকার করায় ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সোহরাব তাকে মারধর করে ঘরে আটকে রাখে। পরদিন ভোরে তড়িঘড়ি করে দাফন করা হলে এলাকায় সন্দেহ দেখা দেয়।
ঘটনার পর জামাতা সাত্তার মোল্যা আদালতে মামলা করেন, যা ১১ নভেম্বর থানায় রেকর্ড হয়। পুলিশ ইতোমধ্যে সোহরাবকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে কর্মকর্তারা জানান।