বাংলাদেশে তৈরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শিশু পুষ্টি সম্পূরক খাদ্য এমডিসিএফ-২ (মাইক্রোবায়োটা-ডাইরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড) বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের নির্বাচিত ‘২০২৫ সালের সেরা উদ্ভাবন’-এর তালিকায় জায়গা করে নিয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে তৈরি এই খাবারটি অপুষ্ট শিশুদের জন্য তৈরি। এটি শুধু পেট ভরায় না, বরং শিশুর অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে সক্রিয় করে শরীরকে নিজে থেকেই পুষ্টি গ্রহণে সহায়তা করে। দেশীয় ছোলা, সয়াবিন, চিনাবাদাম ও কাঁচাকলা দিয়ে তৈরি এই খাদ্য শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা ও মানসিক বিকাশ বাড়ায়। আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, এই স্বীকৃতি দেখায়, বিজ্ঞান ও সহানুভূতির সমন্বয়ে বৈশ্বিক স্বাস্থ্যসমস্যার টেকসই সমাধান সম্ভব। এমডিসিএফ-২ লাখো শিশুর জন্য নতুন আশার আলো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।