Web Analytics

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, কৃষি জমি যাতে অন্য কোনো খাতে ব্যবহার না হয় তাই কৃষি জমি সুরক্ষা আইন করা হবে। এই সরকারের আমলেই করা হবে। বুধবার সিংগাইরে একটি কোল্ডস্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, ফসলের লাভ মধ্যসত্ত্বভোগীরা বেশি নিয়ে দালান গড়ে। আর কৃষকরা থাকে কুড়ে ঘরে। তাই এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব সবার। আরও বলেন, এখন থেকে রাস্তার কাজে জমি ব্যবহার করলে এলজিইডি বিভাগকে তিনগুন ক্ষতিপূরণ দিতে হবে। কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।