জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আংশিক ফলাফলে বিভিন্ন পদে ভিন্নধর্মী প্রতিযোগিতা দেখা গেছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব ১১৪২ ভোট পেয়ে ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলামের (১০৩১ ভোট) চেয়ে ১১১ ভোটে এগিয়ে আছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।
জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ছাত্রশিবিরের আব্দুল আলীম ১১০১ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট। ফলে আলীম ৫৩১ ভোটে এগিয়ে। সহকারী জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে ছাত্রশিবিরের মাসুদ রানা ১০২০ ভোট পেয়ে ছাত্রদলের তানজিলের (৮৯৮ ভোট) চেয়ে ১২২ ভোটে এগিয়ে আছেন।
ফলাফল অনুযায়ী ভিপি পদে ছাত্রদল এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে ছাত্রশিবির এগিয়ে রয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।