২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জিয়া উদ্যানের পাশের লেক রোড। এই রাস্তাটি দিয়েই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়া যায়। খালেদা জিয়ার কবরের নিরাপত্তার কারণে গত ২৪ ঘণ্টা রাস্তাটি বন্ধ রাখা হয়েছিল। ২০২৬ সালের ১ জানুয়ারি সকালে রাস্তাটি পুনরায় খুলে দেওয়া হয়।
তবে জিয়া উদ্যানে প্রবেশ এখনো বন্ধ রয়েছে। উদ্যানে প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মূল সড়ক খুলে দেওয়ার ফলে সাধারণ যাতায়াত স্বাভাবিক হলেও উদ্যানে প্রবেশ সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।