Web Analytics

‘বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু’ শীর্ষক এক সরকারি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, চলতি শতাব্দীর শেষে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের আবহাওয়া ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও নরওয়ের মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউটের যৌথ এই গবেষণায় বলা হয়েছে, ২১০০ সালের মধ্যে দিনের গড় তাপমাত্রা সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, ফলে শীতকাল প্রায় বিলুপ্ত হয়ে যেতে পারে। প্রতিবছর বর্ষার আগে ও পরে ঘন ঘন তাপপ্রবাহ দেখা দেবে, যেখানে ঢাকায় অন্তত দুটি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ ১১৮ মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে, বিশেষত উত্তর-পূর্ব ও উপকূলীয় অঞ্চলে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতিবছর ৫.৮ মিলিমিটার পর্যন্ত বাড়তে পারে, যা বৈশ্বিক গড়ের চেয়ে অনেক বেশি। এর ফলে উপকূলের ১৮ শতাংশ এলাকা ও সুন্দরবনের ২৩ শতাংশ অংশ পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।