Web Analytics

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎ করেন। তারা খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জিও নিউজের তথ্যমতে, ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এটি ছিল দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, যদিও পাকিস্তান তা অস্বীকার করে আসছে। হামলার পর ভারত পাকিস্তানে আক্রমণ চালায় এবং পাকিস্তানও পাল্টা জবাব দেয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

ঢাকায় অনুষ্ঠিত এই সাক্ষাৎ দুই দেশের মধ্যে দীর্ঘদিন পর এক বিরল সৌহার্দ্যের মুহূর্ত হিসেবে দেখা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।