Web Analytics

বাংলাদেশ সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে। ঘোষণায় বলা হয়, ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা, অকটেনের দাম ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা, পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমে ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার জন্য এই সমন্বয় করা হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে সরকার আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে অভ্যন্তরীণ বাজারের ভারসাম্য রক্ষার নীতি অব্যাহত রেখেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।