Web Analytics

ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ অভিযোগ করেছেন যে বিপিএলের অ্যান্টি করাপশন ইউনিট (আকু) তার মোবাইল ফোন জব্দ করে পাঁচ দিনেও ফেরত দেয়নি এবং তার দলকে অন্যায্যভাবে টার্গেট করছে। ২০২৬ সালের ৯ জানুয়ারি সিলেটে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আকুর আচরণে বৈষম্য রয়েছে এবং আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজকে অযাচিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আতিক ফাহাদের দাবি, একটি নির্দিষ্ট দল ছাড়া বাকিদের অপরাধীর মতো আচরণ করা হচ্ছে। তিনি বলেন, গুরবাজের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ করা অনুচিত। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানান, এসব ঘটনা বেশির ভাগ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে ঘটেছে এবং ইন্টিগ্রিটি ইউনিট এমনকি ম্যাচ চলাকালেও খেলোয়াড় সাইফকে জিজ্ঞাসাবাদ করেছে।

মিঠুন বলেন, তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে এমন ঘটনা কখনো শোনেননি। এসব অভিযোগ বিপিএলের চলমান মৌসুমে আকুর কার্যক্রমের সময় ও পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।