Web Analytics

রাজনৈতিক নেতা ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে মানুষের ঢল নামে। দুপুর ২টায় জানাজা শুরু হলেও সকাল ৯টার পর থেকেই জনতার ভিড় জমতে থাকে। জাতীয় সংসদের দক্ষিণ প্রবেশমুখ খুলে দেওয়া হয়, যাতে বিপুল সংখ্যক মানুষ অংশ নিতে পারেন। তরুণদের অনেকেই মাথায় জাতীয় পতাকা বেঁধে আসেন, যা দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হিসেবে দেখা গেছে।

ঢাকা ও আশপাশের জেলা থেকে আসা মানুষ হাদির স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান। উত্তরা থেকে আসা মমিনুর ইসলাম বলেন, হাদি বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়েছেন। খিলগাঁওয়ের মোতাকাব্বির হোসেন জানান, হাদির প্রতিটি বক্তব্য তরুণদের জন্য শিক্ষণীয়।

জানাজায় বিপুল উপস্থিতি হাদির জনপ্রিয়তা ও তরুণ প্রজন্মের মধ্যে তার প্রভাবের প্রতিফলন। তার হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলমান, তবে জনমনে শোক ও ক্ষোভ অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।