Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জাতীয় পার্টির তোষামোদী ভূমিকার কারণেই শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আটদলীয় সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, জাতীয় পার্টি আওয়ামী লীগকে খুশি করতে গিয়ে গণতন্ত্রবিরোধী নির্বাচনের পথ প্রশস্ত করেছে। হালিম দাবি করেন, একসময় জনগণের সহানুভূতি পাওয়া দলটি এখন সাধারণ মানুষের আস্থা হারিয়েছে এবং তাদের নিষিদ্ধ করা জনদাবিতে পরিণত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের আদেশ প্রসঙ্গে তিনি বলেন, এর আইনি ভিত্তি দিতে গণভোট প্রয়োজন। আটদলীয় জোট পৃথকভাবে গণভোটের প্রস্তাব দিলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে একদিনেই অংশ নিতে সম্মত হয়েছে। তিনি জানান, রংপুরের বিভাগীয় গণসমাবেশের উদ্দেশ্য জনগণকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সংগঠিত করা এবং গণভোটকে নতুন স্বাধীনতার মাইলফলক হিসেবে প্রতিষ্ঠা করা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।