অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সিডনির বন্ডি বিচে বন্দুক হামলার সময় সাহসিকতার সঙ্গে হামলাকারীকে থামানো মুসলিম ব্যক্তি আহমেদ আল আহমেদকে “জাতীয় বীর” হিসেবে ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি দক্ষিণ সিডনির সেন্ট জর্জ হাসপাতালে গিয়ে আহত আহমেদের সঙ্গে দেখা করে তার সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন এবং বলেন, সন্ত্রাসের মুখে আহমেদের কাজ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবে।
পুলিশ জানায়, ৪৩ বছর বয়সী আহমেদ হামলার সময় এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তার অস্ত্র কেড়ে নেন এবং আত্মসমর্পণে বাধ্য করেন। এতে তিনি নিজেও গুলিবিদ্ধ হন। রবিবার সন্ধ্যায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি ও তার ছেলে এই হামলা চালায়, যাতে ১৫ জন নিহত ও অন্তত ৪২ জন আহত হন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করে তদন্ত চলছে।
আলবানিজ বলেন, “ভয় ও ঘৃণা দিয়ে দেশকে বিভক্ত হতে দেওয়া যাবে না।” নিহতদের স্মরণে সিডনিতে মোমবাতি প্রজ্বালন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।