বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আর সেই নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থীরা ৮০ পার্সেন্ট ভোট পাবে। ইটনায় পথসভায় তিনি বলেন, 'তারা কয় দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শীষ। না, নৌকা আর ধানের শীষ এক কথা নয়। হাসিনা আর খালেদা জিয়া কিন্তু এক কথা নয়। ইলেকশনে যে আসবে আমরা সারা দেশের মানুষ তাকে গ্রহণ করব।' আরো বলেন, ইয়াহিয়া খান ইলেকশনের রায় মানেননি। শেখ মুজিব সারা পাকিস্তানে ভোট পাইছিল বেশি, তার হাতে ক্ষমতা দেয়নি বলেই ৩০ লাখ লোক মরছিল; গণতন্ত্রের রায় না মানার জন্য। সেই গণতন্ত্র বাংলাদেশে নাই। ফজলু বলেন, আগে কইছে ডিসেম্বর মাসে ভোট দেব। কইছে না ইউনূস সাব? কয়েক দিন পর আবার একজন আছে, ভিন্ন কথা কয়। আমি আর তারে বহি না। হে আবার লোক পাঠাইয়া কইছে, ফজলু ভাইরে কইয়ো আমার বাপ কী আছিল এইডা যাতে না কয়। তার বাড়ি হবিগঞ্জ। একজন ভদ্রমহিলা।’ তিনি অভিযোগ করেন, যে কথা ইউনুস বলতে পারেন না, তা রিজওয়ানা হাসানকে দিয়ে বলান। অভিযোগ করেন, সরকার একের পর এক অজুহাত দিয়ে ভোট পিছিয়ে দেবে!