বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শাপলা চত্বরে যেভাবে নিরীহ মানুষকে প্লান করে হত্যা করেছে; যে এখন পর্যন্ত সেখানে কতজন মারা গেছে, কিভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রকৃত চিত্র এখনো জনসম্মুখে আসেনি। আমরা আশা করব আগামী দিনে প্রকৃত চিত্র উদঘাটিত হবে, যারা এ ধরনের হামলা চালিয়েছে, তাদের বিচার হবে। তিনি বলেন, হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শের ধর্ম ইসলাম। আমরা এমন একটি ধর্মের অনুসারী হয়েও সঠিকভাবে মানতে চাই না। আমরা দুনিয়ার ভোগবিলাসে মত্ত হয়ে জীবন কাটাতে চাই। একটা দল ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল। তারা এমনভাবে রাষ্ট্র ক্ষমতায় এলো যে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে নিজেদের ভাগ্য গড়ল। গত ১৬ বছর আমাদের জন্য ছিল এক কঠিন সময়। সেখানে ইসলাম ধর্মের নাম নিশানা তারা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।