বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইসরাইলি দখলদার সেনাবাহিনী গাজার মোরাগ করিডরের নিয়ন্ত্রণ নেবে। এটি ফিলাদেলফি করিডরের মতোই ইসরাইলের দখলে থাকবে। তিনি আরও জানান, মঙ্গলবার রাতে সেনাবাহিনী মোরাগ করিডর দখলের চেষ্টা চালিয়েছে। খান ইউনিস ও রাফাহর মধ্যে অবস্থিত এই করিডরের নামকরণ করা হয়েছে ২০০৫ সালে খালি করা একটি ইসরাইলি বসতির নামে। আর ফিলাদেলফি করিডর, যা গাজা ও মিশরের সীমান্ত বরাবর, ২০২৪ সালের মে মাস থেকে ইসরাইলের দখলে রয়েছে। নেতানিয়াহু বলেন, আমরা গাজায় ধাপে ধাপে যুদ্ধ ও অবরোধ বাড়াবো, যতক্ষণ না আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে পারি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।