Web Analytics

ডাকসু ও হল সংসদ নির্বাচনে শপথবাক্য পাঠ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা। রোববার দুপুরে জাতীয় সংগীত পরিবেশনের মাধমে শুরু করে আনুষ্ঠানিক শপথ পাঠ অনুষ্ঠান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস না করার শপথ বাক্য পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেল। ছাত্রদলের শপথনামায় ঢাবিকে একটি নিরাপদ, আধুনিক, শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। গণরুম ও গেস্টরুম নির্যাতনের মতো অপসংস্কৃতি রোধ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, সুলভ ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এছাড়াও, গণতন্ত্র, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান গ্রহণ এবং ডাকসুতে শালীন ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রতিশ্রুতি রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।