Web Analytics

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ফাস্ট গেটে আবারও বহিরাগতদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নারীসহ ২ শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী দুজন হলেন- কৃষি অনুষদের শিক্ষার্থী রাশিদুল আলম রিফাত ও নাহার। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা নেন এক শিক্ষার্থী। এর পূর্বে গত ৩১ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। জানা যায়, কেবি কলেজের খেলার মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে রোববার এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ ও মানববন্ধন করছিল। এ সময় দুই শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে এলাকাবাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। নারী শিক্ষার্থী নাহারকেও বেল্ট দিয়ে পেটানো হয়। জানা যায়, কলেজ কর্তৃপক্ষ বহিরাগতদের প্রবেশ বন্ধে নির্দেশ দেওয়ায় এলাকাবাসী বোমা মেরে কলেজ উড়িয়ে দেওয়া ও শিক্ষকদের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়। প্রতিবাদে গত শনিবার অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনে বসেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তারা অনশন ভঙ্গ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।