Web Analytics

পল্লবী ও রূপনগরে নেতাকর্মী ও বাসিন্দাদের নিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আহ্বায়ক আমিনুল হক। আমিনুল হক বলেন, সাধারণ মানুষের মাঝে নববর্ষের আনন্দ বৈশাখী শোভাযাত্রায় বহিঃপ্রকাশ পেয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই প্রথম বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ মানুষ সুন্দরভাবে উদযাপন করছে। তিনি তারেক রহমানের পক্ষ থেকে বাংলা ভাষাভাষী সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি বিশৃঙ্খলা এবং কোন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। তিনি বলেন, একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আরও বলেন, আমরা একজন বাংলাদেশি হিসেবে আমাদের দেশীয় সাংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এই উপলব্ধি থেকেই আগামীর বাংলাদেশ গড়তে চাই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।