যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদেরকে রাজপথে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি ইরানের দেশপ্রেমিকদের উদ্দেশে লেখেন, প্রতিষ্ঠানগুলো দখলে নিতে এবং হত্যাকারী ও নিপীড়কদের নাম সংরক্ষণ করতে বলেন। ট্রাম্প জানান, তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন এবং সহায়তা আসছে, তবে কী ধরনের সহায়তা ও কখন তা পৌঁছাবে সে বিষয়ে কিছু জানাননি।
গত ২৮ ডিসেম্বর তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সংকটের জেরে ছোট ছোট বিক্ষোভ থেকে ইরানে আন্দোলনের সূচনা হয়, যা পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনে ক্ষুব্ধ তরুণ ও সাধারণ মানুষ রাস্তায় নামতে থাকে। গত বৃহস্পতিবার নির্বাসিত শেষ শাহের ছেলে রেজা পাহলভির আহ্বানে বিক্ষোভ আরও তীব্র হয়।
ট্রাম্পের এই আহ্বান এমন সময় এসেছে যখন ইরানে অস্থিরতা বাড়ছে, তবে প্রতিশ্রুত সহায়তার প্রকৃতি এখনো স্পষ্ট নয়।