Web Analytics

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা নিতাই ইউনিয়ন ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এসআই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চারজন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়। তাদের মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো খেলার আলামত পাওয়া যায়। একই রাতে নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রাম থেকে আরও দুইজনকে আটক করা হয়, যাদের একজনের মোবাইলে ভিসা প্রতারণা এবং অন্যজনের মোবাইলে অনলাইন জুয়ার প্রমাণ মেলে।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, গ্রেপ্তারকৃতদের রোববার সাইবার নিরাপত্তা আইনে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।