ইরানের আরাক শহরে ভারি পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর নিশ্চিত করেছে। এর আগে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাস করা মানুষদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জানা গেছে, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারি পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে। তবে ইরান জানিয়েছে, সামরিক লক্ষ্য নেই এই পারমাণবিক কর্মসূচির।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।