Web Analytics

রংপুরের তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় এবি পার্টির নেতা ইউনুস আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইউনুস আলী দামোদরপুর মামুনপাড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে এবং তারাগঞ্জ উপজেলা এবি পার্টির সদস্য সচিব।

তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ২০২৫ সালের ৯ আগস্ট রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে দলিত সম্প্রদায়ের রূপলাল দাস (৪০) ও তার ভাগ্নে জামাই প্রদীপ লাল (৩৫) নিহত হন। পরদিন নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণে ইউনুস আলীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।