Web Analytics

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণঅভ্যুত্থানপন্থী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ১৩ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণে তিনি সতর্ক করে বলেন, দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হলে জাতি বড় বিপদের মুখে পড়বে। তিনি স্মরণ করিয়ে দেন, প্রায় দেড় দশক ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার ভোট দিতে উদগ্রীব। ২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনূস ভিন্নমতের প্রতি সহিষ্ণুতা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মেনে নেবে এবং দেশ একটি উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।