Web Analytics

কনশানসে অবস্থানরত দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছেন, কনশানস দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় আগে রওনা হওয়া আটটি নৌযানকে স্পর্শ করায় তার গতিসীমা কমানো হয়েছে এবং এখন ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে। ফেসবুক পোস্টে তিনি ‘থাউজেন্ড ম্যাডলিনস’ ধারণাটিকে প্রতীকী হিসেবে উল্লেখ করে বলেন এটি বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তা ও কপট ভূমিকায় মানুষের প্রত্যুত্তরের প্রতীক। তিনি বলেন সংযুক্ত বহরটি এরকম একত্রীকৃত সমুদ্রযানের মধ্যে সবচেয়ে বড়ের মধ্যে একটি। কনশানস বহরের সবচেয়ে বড় জাহাজ হিসেবে ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে শেষে রওনা করেছিল; অপর নৌগুলো আগে রওনা করলেও দুটির অবস্থান এখনও অনিশ্চিত। আয়োজকরা বলছেন বহরে কোনো খাদ্যসহায়তা নেই, তবু তারা অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়ার দৃঢ় সংকল্প দেখিয়েছেন; আলম বলেন এক নৌযানকে আটকালে অন্যরা এগিয়ে আসবে এবং দমন-পীড়ন কখনই জনগণের ঐক্যের বিরুদ্ধে টিকে থাকতে পারবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।