Web Analytics

৭২ বিলিয়ন ডলারের এক ঐতিহাসিক চুক্তিতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, চলচ্চিত্র ও স্ট্রিমিং বিভাগ অধিগ্রহণে সম্মত হয়েছে নেটফ্লিক্স। এই চুক্তির মাধ্যমে ‘গেম অব থ্রোনস’, ‘হ্যারি পটার’, ‘ডিসি কমিকস’ ও ‘এইচবিও ম্যাক্স’-এর মতো বিশ্বখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা নেটফ্লিক্সের হাতে চলে আসবে। ফলে স্ট্রিমিং জগতে নেটফ্লিক্সের প্রভাব আরও বিস্তৃত হবে এবং হলিউডে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসবে।

নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্ডোস জানান, ওয়ার্নার ব্রাদার্সের শতবর্ষী ক্লাসিক লাইব্রেরি ও নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ একত্রিত হলে দর্শকদের জন্য আরও সমৃদ্ধ বিনোদন অভিজ্ঞতা তৈরি হবে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে এই চুক্তি অ্যান্টিট্রাস্ট পর্যালোচনার মুখে পড়তে পারে, কারণ এটি বাজারে প্রতিযোগিতা কমিয়ে দিতে পারে।

নেটফ্লিক্স জানিয়েছে, আগামী তিন বছরের মধ্যে তারা বছরে ২ থেকে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ সাশ্রয় করতে পারবে এবং ওয়ার্নার ব্রাদার্সের সিনেমাগুলো আগের মতোই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।