Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে হাদির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর হত্যার নিন্দা করেন।

বিবৃতিতে তারা শুক্রবার জুমার নামাজের সময় দেশের প্রতিটি মসজিদে হাদির হত্যার প্রতিবাদে দোয়া ও বক্তব্য রাখার আহ্বান জানান। হেফাজত নেতারা বলেন, হাদির মৃত্যু দেশের ইসলামপন্থী ও সংস্কারমুখী আন্দোলনের জন্য এক বড় ক্ষতি।

আজ সন্ধ্যায় হাদির মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী’ ব্যানারে সমাবেশের প্রস্তুতি চলছে। রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।