সুদানের দক্ষিণ কোরদোফান রাজ্যের রাজধানী কাদুগলি থেকে পালানোর সময় বুধবার এক ড্রোন হামলায় অন্তত আট নারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাটি ঘটে কুরকাল এলাকায়, যা কাদুগলি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই শহরটি প্রায় ১৮ মাস ধরে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর অবরোধে রয়েছে। কাদুগলি বর্তমানে সুদানের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অক্টোবরে দারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ ঘাঁটি দখলের পর আরএসএফ সম্পদসমৃদ্ধ কোরদোফান অঞ্চলের দিকে অগ্রসর হয়। এই অঞ্চলটি রাজধানী খার্তুম ও পশ্চিম দারফুরের মধ্যে কৌশলগত সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সম্প্রতি কাদুগলিতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে, এবং বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে যে মানবিক পরিস্থিতি “চরমভাবে খারাপ।” অনেক বাসিন্দা বনাঞ্চলে খাবার খুঁজতে বাধ্য হচ্ছেন এবং পালানোর চেষ্টা করলেও নিরাপত্তাহীনতার কারণে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এই হামলা সুদানের চলমান সংঘাতের গভীরতা ও বেসামরিক নাগরিকদের ওপর ক্রমবর্ধমান প্রভাবকে আবারও সামনে এনেছে।