সিলেটে আঞ্চলিক ক্রিকেট সেন্টারের উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে মন্তব্য করেন। তিনি জানান, কলকাতা নাইট রাইডার্স আসন্ন আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়েছে এবং এ বিষয়ে বিসিবির কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। বুলবুল বলেন, বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে, তবে বিস্তারিত জানার পরই বিসিবি আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবে।
প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন ও ভারতের ক্ষমতাসীন বিজেপির হুমকির পর বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয়। এই ঘটনাকে ঘিরে আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ দলের তিনটি ম্যাচ কলকাতায় ও একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এসব ম্যাচ ঘিরে হুমকি এসেছে, এমনকি ইডেন গার্ডেনসের পিচ নষ্ট করারও হুমকি দেওয়া হয়েছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, খেলোয়াড়দের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং আইসিসির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আইসিসির নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ীই ভেন্যু নির্ধারণ করা হবে।