Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কিছু গোষ্ঠী ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে। ২০২৬ সালের ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে পাহারায় থাকতে হবে এবং যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদের পুলিশে দিতে হবে।

তিনি বলেন, এবার ভোট চুরি ঠেকাতে রাজনৈতিক নেতার প্রয়োজন নেই, জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমেছিল তারাই প্রতিরোধ করবে। হাসনাত দাবি করেন, হাসিনার পালানোর পর বাংলাদেশে ভোট চুরির রাজনীতি শেষ হয়ে গেছে এবং যারা এবার এমন চেষ্টা করবে তারাও একই পরিণতি ভোগ করবে। তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে—এমন প্রচার মিথ্যা। তিনি ভোটারদের দুটি ভোট দিতে আহ্বান জানান—একটি শাপলা কলিতে, অন্যটি ‘হ্যাঁ’ ভোটে।

সভায় সভাপতিত্ব করেন সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম এবং স্থানীয় জামায়াত ও মিত্র দলের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।