শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিক ও তাদের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা ২৩১ শতক জমি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব। দুদক জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে তদন্ত চলাকালে ওই জমিগুলো অন্যত্র হস্তান্তরের আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৮টি দলিলের আওতায় থাকা জমি এই আদেশের অন্তর্ভুক্ত। এর আগে শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যদের নামেও জমি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ দেয় আদালত।