বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কেন্দ্রীয় সংসদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে। সোমবার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় তাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে পদচ্যুত করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাদির হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে বিক্ষোভে অংশ নেন। তবে ছাত্রদল আলাদাভাবে মিছিল করে। মেহেদি হাসান বাঁধন মূল শিক্ষার্থীদের মিছিলে যোগ দেওয়ায় কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসান বলেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাটি ছাত্ররাজনীতির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বাধীন মতপ্রকাশের সীমা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকরা মনে করেন, কেন্দ্রীয় ছাত্রদল সংগঠনগত নিয়ন্ত্রণ জোরদার করতে চাইছে।