ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নির্মিত থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক কাভারেজ নেই, যা নকশাগত ত্রুটির কারণে ঘটেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নির্মাণের প্রায় শেষ পর্যায়ে এসে এই ত্রুটি শনাক্ত করে এবং জরুরিভিত্তিতে নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের কাজ শুরু করেছে। সিলিং খুলে ক্যাবল স্থাপনের প্রয়োজন হওয়ায় কাজ শেষ হতে ছয় থেকে সাত মাস সময় লাগবে বলে জানানো হয়েছে।
বেবিচক সূত্র জানায়, মূল নকশায় ইন-বিল্ডিং মোবাইল নেটওয়ার্ক সলিউশন অন্তর্ভুক্ত না থাকায় এখন নতুন করে ডিজাইন সংশোধন করতে হচ্ছে, যা কোটি টাকার অতিরিক্ত ব্যয় সৃষ্টি করবে। জরুরি বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, রাষ্ট্রায়ত্ত টেলিটকের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে নেটওয়ার্ক স্থাপন করা হবে। অন্যান্য অপারেটররা শুধু জায়গা ভাড়া দিতে রাজি হলেও রাজস্ব ভাগাভাগির প্রস্তাব দেয়নি। চুক্তি প্রতি দুই বছর পর পর পর্যালোচনা হবে এবং নবায়নের ক্ষেত্রে ভাড়া ২.৫ শতাংশ হারে বাড়বে।
বেবিচকের কর্মকর্তারা স্বীকার করেছেন, মোবাইল নেটওয়ার্ক না থাকা একটি বড় ত্রুটি। তারা আশা করছেন, টেলিটকের সঙ্গে চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং কাজ শেষ হলে টার্মিনালটি যাত্রীদের জন্য উন্মুক্ত করা যাবে।